ক্রিকেট

ম্যাচে হেরে যা বললেন দ. আফ্রিকার অধিনায়ক

আবুধাবি, ২৩ অক্টোবর – অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূলপর্বের প্রথম ম্যাচেই হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচে হেরে খেলা শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, আমরা আমাদের পরিকল্পনা অনুসারে ব্যাটিং করতে পারিনি। এত কম রান করে আসলে ম্যাচ জেতা সম্ভভ না।

তিনি আরও বলেন, তারপরও আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা এই লো স্কোরিং ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৮/৯ রান (মার্কওরাম ৪০, কাগিসো রাবাদা ১৯*, ডেভিড মিলার ১৬, হেনরি ক্লেসেন ১৩, টিম্বা বাভুমা ১২; জশ হ্যাজলউড ২/১৯, অ্যাডাম জাম্পা ২/২১)।

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১২১/৫ (স্টিভ স্মিথ ৩৫, মার্কু স্টয়নিস ২৪*, গ্লেন ম্যাক্সওয়েল ১৮, ম্যাথু ওয়েড ১৫* ডেভিড ওয়ার্নার ১৪, মিচেল মার্শ ১১)।

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button