ক্রিকেট

প্রোটিয়াদের অল্পতেই থামিয়ে দিল অস্ট্রেলিয়া

আবুধাবি, ২৩ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। আইডেন মারকরাম ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। তাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রানের বেশি পুঁজিও গড়া হয়নি তাদের।

মারকরাম ৩৬ বলে ৪০ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। ২৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে হেইনরিক ক্লাসেনের (১৩ বলে ১৩) সঙ্গে ২৩ এবং ডেভিড মিলারের (১৮ বলে ১৬) সঙ্গে পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটিতে বিপর্যয় কিছুটা সামাল দেন।

তবে জুটিগুলো আরো বড় হতে পারত। হয়নি বলেই প্রোটিয়াদের স্কোরটাও বলার মতো হয়নি।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button