ফ্যাশন

ফ্যাশনে চেক প্রিন্ট

ফ্যাশন প্রিয় মানুষগুলো সব সময়ই চান নতুন কিছু। আর এ সময়ের অন্যতম ফ্যাশন হচ্ছে চেক প্রিন্ট। তবে আপনার সঙ্গে তা মানাচ্ছে কি না তা দেখে নিতে হবে। তা না হলে পুরো সাজগোজই মাটি। চলুন জেনে নেয়া যাক কোন চেকের সঙ্গে কী পড়লে আপনাকে মানাবে।

চেক স্কার্ট, সাদা শার্ট ও উজ্জ্বল চেক পেনসিল স্কার্টকে আরো প্রমিনেন্ট করবে সাদা ক্যাসুয়াল শার্ট৷ শার্টকে স্কার্টে ইন করে পড়লে বেশ মানাবে। এছাড়া চেক স্কার্ট ও ক্রপ টপ চেক স্কার্টের সঙ্গে স্কিনি ক্রপ টপও এখন ট্রেন্ডি৷ এতেও বেশ বোল্ড লুক আসে৷ বিশেষত রাতের ককটেল পার্টির জন্য পারফেক্ট ড্রেস বলা যায় এই কম্বিনেশনকে৷

চেক টপ ও এক রঙের স্কার্ট চেক প্রিন্টের ছোট টপের সঙ্গে এক রঙের সর্ট স্কার্টে আপনার বয়স অনেকটা কম দেখাবে। আপনাকে লাগবে ইয়ং এবং মিষ্টি৷ এছাড়া চেক প্রিন্ট স্কার্ট ও টি-শার্ট চেক প্রিন্টের স্কার্টের সঙ্গে এক রঙের ঢিলে টি-শার্টেও আপনাকে বেশ স্মার্ট লাগবে৷ টি-শার্টটি স্কার্টে ইন করেও পড়তে পারেন। একটু কেয়ার ফ্রি সাজও মানাবে এই ড্রেসের সঙ্গে৷

চেক প্যান্ট ও শার্ট কম্বিনেশন সবসময়ই চলে৷ এখন ফরমাল প্যান্ট থেকে জেগিং ও চেক প্রিন্ট প্যাট পাওয়া যায়৷ এর সঙ্গে একটি এক রঙের শার্ট অথবা টি-শার্ট পরে নিতে পারেন। এতে হাইলাইট হবে আপনার প্যান্টটি৷

এছাড়া চেক শার্ট ও প্যান্ট এবং চেক শার্টের সঙ্গে এক রঙের প্যান্টও একইরকম স্মার্ট দেখায়। এতে এক রঙের প্যান্ট হাইলাইট করবে আপনার চেক প্যান্টকে৷ এই পোষাক অফিসেও বেশ মানানসই।

এম ইউ

Back to top button