হালকা শীতের পোশাক
পোশাক হলো সৌন্দর্য প্রকাশের অন্যতম অনুষঙ্গ। গরমে সহজেই রুচিসম্মত পোশাক পরা যায় কিন্তু শীতের পোশাক বাছাই করা নিয়ে অনেকেই বিব্রতিকর অবস্থায় পড়েন। কারণ এ সময় বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে শীত নিবারণের দিকেও খেয়াল রাখতে হয়। বিশেষ করে এ ক্ষেত্রে মেয়েদের চিন্তা একটু বেশি থাকে।
শীতের শুরুতে কিংবা শেষে অথবা হালকা শীতে পোশাকের সাথে মিলিয়ে আঁটসাঁট চাপা জিন্স পরার উপযুক্ত সময়। এ ক্ষেত্রে জিন্সের রঙ যেন উপরিভাগের পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সে দিকে লক্ষ্য রাখাটা জরুরি।
শীতের তীব্রতার সাথে সাথে পোশাকের ধরনও পাল্টে যায়। তীব্র শীতে জিন্স এবং লং ওভার কোট পরিধান করতে পারেন। পাশাপাশি কোটের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথায় শর্ট স্কার্ফ পেঁচিয়ে রাখতে পারেন। এতে পোশাক যেমন শালীনতাপূর্ন হবে তেমনি চুলও ধুলাবালি থেকে রক্ষা পাবে। এক্ষেত্রেও পোশাকের সঙ্গে স্কার্ফের রঙের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
যেহেতু রঙিন কাপড়ে প্রায় সবাইকে আকর্ষণীয় দেখায় তাই শীতে গাঢ় রঙের কাপড় পরিধান করতে পারেন। রঙ বাছাইয়ের ক্ষেত্রে হতে পারে কালো, সবুজ, ঘিয়ে, খয়েরী, লাল, সবুজ বিভিন্ন রঙের পোশাক। তবে কালো রঙ বেশি পরিধান করলে গরম একটু বেশিই লাগবে। কারণ কালো রঙ তাপ শোষণ করে।
যাদের শাড়ি নিয়ে ভাবনা, তারা শাড়ির সাথে কড়া রঙের চুরিদার ব্লাউজ এবং ব্লাউজের সাথে মিলিয়ে চাদর পরতে পারেন। তবে কেউ চাদর পরতে অনীহা বোধ করলে শাড়ির সাথে ব্লেজার বা শর্ট কোট পরিধান করতে পারেন। তবে শাড়ির সাথে বাঙালি নারীর গহনার বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেহেতু কড়া রঙের চুড়িদার ব্লাউজ থাকবে তার সাথে ভারী গহনা পরিহার করে হালকা গহনা ব্যাবহার করা ভালো।
সব মিলিয়ে শীতে পোশাক নির্বাচন এমন হওয়াই ভালো যেটা শীত নিবারণ করার পাশাপাশি মানানসই, ঐতিহ্যসহ সবকিছু বজায় রাখবে।
এম ইউ