ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ‘রহস্য স্পিনার’কে পাচ্ছে না শ্রীলঙ্কা

আবুধাবি, ২৩ অক্টোবর – বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। ইনজুরিতে পড়েছেন দলের মূল স্পিনার মাহিশ তিকশানা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিঠে চোট পান তিনি। তাতেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত। এই রহস্য স্পিনার না থাকায় বাংলাদেশের ব্যাটসম্যানরা বাড়তি স্বস্তি পেতে পারে। কেননা মূল পর্বের লড়াইয়ে তাকে ঘিরে বাড়তি পরিকল্পনা করতে হবে না ক্রিকেটারদের।

প্রথম রাউন্ডের শেষ ম্যাচ চলাকালীন পিঠের এক পাশের পেশিতে চোট পান তিকশানা। চোট গুরুতর হওয়ায় ম্যাচের বাকি সময় আর মাঠে নামেননি। তার বদলি হিসেবে ফিল্ডিং করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ড্রেসিংরুমেও তিকশানাকে সেবা নিতে দেখা গেছে। যার কারণে আগামীকালকের ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না লঙ্কানরা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচ থেকেই দারুণ বোলিং করছেন তিকশানা। প্রথম দুই ম্যাচে ৪২ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন তিনি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও দারুণ শুরু করছিলেন এই রহস্য–স্পিনার। মাঠ ছাড়ার আগে এক ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমাদের ফিজিও বলেছেন, খুব সম্ভবত তাকে পরের ম্যাচের জন্য বিবেচনা করা হবে না। আমরা তাকে এক ম্যাচ খেলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য হারাতে চাই না। এই মুহূর্তে আমি এটুকুই বলতে পারি যে বাংলাদেশের বিপক্ষে সে খেলছে না। যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে খুব সম্ভবত সে এই ম্যাচে থাকবে না এবং পরবর্তী ম্যাচগুলো থেকে আবার মাঠে নামবে।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button