ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

আবুধাবি, ২৩ অক্টোবর – প্রথম রাউন্ডের খেলা শেষ সুপার টুয়েলভে উঠল শ্রীলংকা, নামিবিয়া, স্কটল্যান্ড ও বাংলাদেশ।

এবার শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। যাবে আসল বিশ্বকাপ বলা হচ্ছে।

সুপার টুয়েলভের প্রথম মহারণে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায়।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবিতে শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে অস্ট্রেলিয়ার পক্ষে।

টসে জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ফিঞ্চ জানিয়েছেন, তার মতে উইকেটটি দারুণ। যা ম্যাচের বাকি সময়ে বদলানোর কোনো সম্ভাবনা নেই। তাই পরে ব্যাটিং করে রান তাড়ার দিকেই ঝুঁকেছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button