ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ, ২৩ অক্টোবর – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে, এই সময়ে করোনা আক্রান্ত কারও মৃত্য হয়নি।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হিরা মিয়া (৬০), মুক্তাগাছার রেনু আরা (৫০) ও নেত্রকোনা পুর্বধলার সায়েদ আলি (৫০)।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৩ অক্টোবর ২০২১

Back to top button