ক্রিকেট

নামিবিয়াকে ১২৫ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

আবুধাবি, ২২ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ১১তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। শুরুটাও বেশ দূর্দান্ত ছিল তাদের। দুই ওপেনার পল স্টারলিং এবং কেবিন-ও ব্রায়ান অর্ধশত রানের জুটি গড়েছিলেন।

কিন্তু এ দুই ব্যাটসম্যানের উইকেট হারানোর পর আয়ারল্যান্ড দল বড় স্কোর করতে পারেনি। ১২৫ রানে ৮ উইকেটে শেষ হয় তাদের ইনিংস।

নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেন ফ্রাইলিঙ্ক। চার ওভারে তিনি খরচ করেছেন ২১ রান। এ ছাড়া ডেভিড ওয়াইসি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ১১তম ম্যাচে আয়ারল্যান্ড ও নামিবিয়া মুখোমুখি হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। যে দল জিতকে, সে দলই বিশ্বকাপের মূল পর্বে স্থান করে নেবে। হার মানে ফিরে যেতে হবে দেশে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২২ অক্টোবর

Back to top button