বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
আবুধাবি, ২২ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। বিশ্বমঞ্চে প্রথমবার খেলতে আসা নামিবিয়া আইরিশদের হারাতে পারলেই ইতিহাস গড়ে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। একই সুযোগ থাকছে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো আয়ারল্যান্ডের সামনে। যে কারণেই ‘এ’ গ্রুপে এই ম্যাচটিকে অলিখিত ফাইনাল বলা যেতে পারে।
ইতোমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। আগের দিনের একই একাদশ নিয়ে আজও মাঠে নামবে তারা। আজ শুক্রবার বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আয়ারল্যান্ড একাদশ :
পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।
নামিবিয়া একাদশ :
স্টিফেন বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, জেরহার্ড এরাসমাস, ডেভিড উইসে, জে জে স্মিট, জান ফ্রাইলিংক, মাইকেল ফন লিনজেন, ইয়ান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড স্কোল্টজ।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ২২ অক্টোবর