বিশ্বকাপে ওয়ার্নের ‘হট ফেভারিট’ ভারত-ইংল্যান্ড
ক্যানবেরা, ২২ অক্টোবর – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডকে ফেভারিট মানছেন শেন ওয়ার্ন। ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে ভারত আর ইংল্যান্ড আগের দিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।
তবে অস্ট্রেলিয়াকে ফেলে দেওয়া যাবে না মনে করেন সাবেক অজি স্পিন লিজেন্ড। শনিবার আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট ইংল্যান্ড ও ভারত। নিউ জিল্যান্ড সবসময় আইসিসি ইভেন্টে ভালো পারফর্ম করে। কিন্তু আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে উপেক্ষা করা হচ্ছে। কিন্তু এই দলে অনেক ম্যাচ উইনার আছে। তারপর পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কে জিতবে তা দেখতে মুখিয়ে আমি।’
সম্প্রতি আইপিএলে বাজে পারফরম্যান্স করেছেন দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু তার ওপর আস্থা রাখছেন ওয়ার্ন, ‘একটি কথা, যারাই ফর্মহীনতার কারণে ডেভিড ওয়ার্নারকে গণনার বাইরে ধরছেন, মনে রাখবেন ক্লাস স্থায়ী, ফর্ম অস্থায়ী। সে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলে অবাক হব না।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২২ অক্টোবর