ইউরোপ

রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত , নিখোঁজ ৯

মস্কো, ২২ অক্টোবর –  রাশিয়ার জরুরি কর্মকর্তারা বলেছেন, আজ শুক্রবার সে দেশের বারুদ কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো ৯ জন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের ইলাস্টিক কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজরা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

মন্ত্রণালয় বলছে, আগুন নিয়ন্ত্রণে ৫০টি গাড়ি নিয়ে কাজ করছে ১৭০ জন জরুরি অবস্থা মোকাবেলা কর্মী।

দুর্ঘটনার কারণ হিসেবে কর্মকর্তারা মনে করছেন, নিরাপত্তার সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা শর্ট সার্কিটের কারণেও এটি হয়ে থাকতে পারে।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button