কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

কক্সবাজার, ২২ অক্টোবর – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭ জন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পের ব্লক এইস ৫২ তে এ ঘটনা ঘটে।

দু’গ্রুপের সংঘর্ষে নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, বালুখালী ২ এর মো. ইদ্রীস (৩২), বালুখালী ১ ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প ১৮, ব্লক এইস ৫২ এর আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)।

এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কি কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। সাতজন নিহত হয়েছে। আরও বেশ কয়েকজনকে আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ অক্টোবর ২০২১

Back to top button