এক ঘণ্টার এসপি অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত
জয়পুরহাট, ২১ অক্টোবর – সাময়িক সময়ের জন্য জয়পুরহাট জেলার প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থী নুসরাত মাহিরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত সে এ দায়িত্ব পালন করে।
নুসরাত মাহিরা জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে জয়পুরহাট শহরের একাডেমি নগরের হেলাল উদ্দিন মৃধা এবং রওশন আখতারের সন্তান।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জয়পুরহাট জেলা সারাদেশের শিশুদের পক্ষ থেকে এ ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে। জাতীয় পর্যায়ের এ সংগঠনটি শিশুদের দিয়ে পরিচালিত। এর আগে জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা নুসরাত মাহিরার হাতে ফুলের তোড়া দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব পেয়ে নুসরাত মাহিরা পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জয়পুরহাট জেলার সদস্যদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নুসরাত মাহিরা জয়পুরহাট জেলার প্রচলিত বাল্যবিয়ে নিরোধ এবং শিশু আইন বাস্তবায়নের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি তুলে ধরেন।
এ ছাড়া কিশোরী ও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য এবং ধর্ষণমুক্ত পরিবেশ তৈরি করে কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি এসব সুপারিশ বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন। এ সময় পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সমাজসেবক তিতাস মোস্তফা, গণমাধ্যমকর্মী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনসিটিএফ জয়পুরহাট জেলা মূলত ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের উচ্চপর্যায়ের বিভিন্ন পদে প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আবহ সৃষ্টি করছে।
সূত্র : সমকাল
এন এইচ, ২১ অক্টোবর