ফ্যাশন

পার্টিতে জমকালো লুক এনে দেবে ট্রেন্ডি গ্লিটার লিপস!

বর্তমান সময়ে ফ্যাশনপ্রেমীদের কাছে গ্লিটার লিপ বেশ জনপ্রিয়। সাধারণ একটি লুককে নিমিষে জমকালো করে তুলে গ্লিটার লিপ। বাজারে নানা ধরনের গ্লিটার লিপস্টিক দেখতে পাওয়া যায়, এর মাঝ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার লিপস্টিকটি। আবার গ্লিটার লিপস্টিক ছাড়াও পেয়ে যেতে পারেন গ্লিটার লিপ। এরজন্য প্রয়োজন নেই বাড়তি কোনো কিছুই। গ্লিটার শ্যাডো এবং সাধারণ লিপস্টিক দিয়ে পেয়ে যেতে পারেন দারুণ গ্লিটার লিপ।

গ্লিটার লিপের সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ছবিতে।

১। আপনার পছন্দের লিপস্টিক ঠোঁটে ভালো করে লাগান। গাঢ় কোনো রঙের লিপস্টিক হলে দেখতে বেশি আকর্ষণীয় হবে।


২। এবার লিপস্টিকের রঙের সাথে মানানসই গ্লিটার আইশ্যাডো নিন। লিপস্টিকের রং আর আইশ্যাডোর রং এক হতে হবে এমনটি নয়।

৩। লিপ ব্রাশ অথবা কটন বাডের সাহায্যে গ্লিটার আইশ্যাডো লাগিয়ে নিন।


৪। এটি সম্পূর্ণ ঠোঁটে ভালো করে লাগান। লক্ষ্য রাখবেন গ্লিটার আইশ্যাডো যেন  ঠোঁটের প্রতিটি কোনায় ভালো ভাবে লাগে।


৫। আইশ্যাডো লাগানোর পর ঠোঁটের উপর আলতোভাবে আঙ্গুল বুলিয়ে নিন। এতে বাড়তি আইশ্যাডো দূর হয়ে যাবে।


৬। ব্যস হয়ে গেল দারুণ গ্লিটার লিপ।

এম ইউ

Back to top button