ঢালিউড

লাল-সাদা রাঙাবে পরীর জন্মদিন!

ঢাকা, ২১ অক্টোবর – বর্তমান সময়ের ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। রোববার (২৪ অক্টোবর) তার জন্মদিন। প্রতিবছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড নির্ধারণ করেন।

গত বছর সে রং ছিল সবুজ। এবার এই নায়িকা বললেন, ‘এবার আমন্ত্রিতদের জন্য নির্দিষ্ট রং হচ্ছে লাল আর সাদা। এই দুই রঙের পোশাকে সাজতে হবে সবাইকে। আপাতত এতটুকু, বাকিটা জন্মদিনে থাকলো চমক।’

কোনটা পরে আসবেন অতিথিরা? তা দেখা যাবে তার জন্মদিনেই। তবে জন্মদিনের রঙ যেন মিলে গেছে বিখ্যাত শিল্পী নচিকেতা গানের লিরিকের সঙ্গে। মনে আছে সেই গান, ‘লাল ফিতে সাদা মোজা স্কু স্কুল ইউনিফর্ম… সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

উল্লেখ্য, গত বুধবার ২০ অক্টোবর দুপুরে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে গল্প বলেছিলেন তিনি। গল্পটির একদম শেষে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘২৪ অক্টোবর ফ্যাক্ট।’ ধারণা করা হচ্ছে, অন্যবারের মতো এবার আমন্ত্রিত অতিথিদের তালিকা খুব বেশি লম্বা হবে না।

এন এইচ, ২১ অক্টোবর

Back to top button