মধ্যপ্রাচ্য

আরও সাবমেরিন তৈরির পরিকল্পনা ইরানের

তেহরান, ২১ অক্টোবর – দেশে আরও সাবমেরিন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। বর্তমানে দেশটি নিজেদের তৈরি বেশ কিছু সাবমেরিন ব্যবহার করছে। তারা সমুদ্রের তলদেশে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিতে নিচ্ছে এমন পদক্ষেপ।

ইরানের নেভির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির বরাতে এসব তথ্য জানায় তাসনিম নিউজ এজেন্সি।

শাহরাম ইরানি বলেন, ইরান আরও নতুন সাবমেরিন তৈরির পরিকল্পনা করছে।

বুধবার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর প্রধান বলেন, অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে ইরান জটিল নৌ-সরঞ্জাম তৈরি করেছে।

নৌবাহিনীর প্রধান আরও বলেন, বর্তমানে দেশে তৈরি সাবমেরিন ব্যবহার করা হচ্ছে। অদূর ভবিষ্যতে নৌবাহিনী আরও সাবমেরিন তৈরি করতে যাচ্ছে।

এদিকে উচ্চক্ষমতাসম্পন্ন ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথাও জানান শাহরাম ইরানি।

তিনি বলেন, বেশ কিছু জামারান ও শাহান্দ শ্রেণির ডেস্ট্রয়ার নির্মাণাধীন রয়েছে।

ইরান এখন পর্যন্ত কাদির, কায়িম, নাহাঙ্গ, তারেক ও সিনাসহ দেশে নির্মিত বেশ কিছু উচ্চক্ষমতাসম্পন্ন সাবমেরিন ব্যবহার করছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২১ অক্টোবর ২০২১

Back to top button