জাতীয়

কুমিল্লার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২১ অক্টোবর – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। ইন্ধনদাতাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের বিষয়ে জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ‘সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশে কোনো আতঙ্ক নেই। সম্প্রতি হামলার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে পুনর্বাসন করা হবে। দেশের প্রত্যেক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাতে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লায় অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের বিচার হবে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button