সাজ-সজ্জা

সেন্টার টেবিলটি সাজিয়ে ফেলুন স্টাইলিশ উপায়ে (দেখুন ছবিতে)

বসার ঘর অথবা লিভিং রুমের সৌন্দর্য অনেকাংশ নির্ভর করে সেন্টার টেবিলের উপর। একটি সুন্দর গোছানো সেন্টার টেবিল আপনার ঘরটিকে করে তুলবে আরো আকর্ষনীয় এবং সুন্দর। আপনি যদি টেবিল ক্লথ ব্যবহার করেন, তবে ক্লথের চারপাশে লেইস ব্যবহার করতে পারেন। এমনকি ক্লথে ব্যবহার করতে পারেন নানা রঙ। আপনি যদি ঐতিহ্যবাহী কিছু পছন্দ করেন, তবে বড় কোন ঐতিহ্যবাহী জার অথবা ফুলদানি ব্যবহার করতে পারেন। বই অথবা ভাস্কর্য দিয়ে সাজিয়ে ফেলতে পারেন সেন্টার টেবিলটি। সেন্টার টেবিলে রাখতে পারেন ছোট কাঁচের অ্যাকুরিয়ামও। আপনার সেন্টার টেবিলটিও সাজিয়ে ফেলুন নতুনভাবে। সেন্টার টেবিলের দারুন কিছু আইডিয়া নিয়ে আজকের ফিচার।

১। রুপার অথবা তামার পাত্র দিয়ে সাজাতে পারেন


২।  ফুলদানি দিয়ে সাজাতে পারেন


৩। দৈনিক খবরের কাগজ আর ম্যাগাজিন দিয়ে সাজাতে পারেন


৪। টেবিলটি হতে পারে কিছুটা ভিন্ন ডিজাইনে


৫। ফুল এবং ভাস্কর্যের মেলবন্ধন এনে দিবে ভিন্ন একটি লুক


৬। সেন্টার টেবিলটি হতে পারে কিছুটা চওড়া নকশায়


৭। কাঠের টেবিলে রয়েছে আভিজাত্যের ছোঁয়া


৮। ছোট টেবিলটি সাজাতে পারেন ফুল অথবা ফলের ঝুড়ি দিয়ে


৯। গাছ পছন্দ করলে গাছ দিয়ে সাজাতে পারেন সেন্টার টেবিলটি

লিখেছেন- নিগার আলম

এম ইউ

Back to top button