আফ্রিকা
কঙ্গোর নদীতে ট্রাক পড়ে নিহত ৫০
ব্রাজাভিল, ২০ অক্টোবর – মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণাঞ্চলে নদীতে একটি ট্রাক পড়ে গিয়ে প্রায় ৫০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত সোমবার কপার খনি সমৃদ্ধ প্রদেশ হাউত কাতাঙ্গায় এ দুর্ঘটনাটি ঘটে।
গতকাল মঙ্গলবার প্রাদেশিক গভর্নরের দপ্তর ও বার্তা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ট্রাকটিতে থাকা মাত্র দুই জন বেঁচে আছেন। জরাজীর্ণ অবকাঠামো ও দুর্বল নিরাপত্তা মানের কারণে কঙ্গোতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে বিবৃতিতে বলা হয়।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ২০ অক্টোবর