ক্রিকেট

নামিবিয়াকে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিলো নেদারল্যান্ডস

আবুধাবি, ২০ অক্টোবর – নামিবিয়াকে চার উইকেটে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ম্যাক্স-ও দাউদ এবং স্টিফেন মাইবুর্গ।

মাইবুর্গ ১৭ রানে আউট হয়ে গেলেও অপর প্রান্ত ধরে রাখেন ম্যাক্স ও দাউদ। তিনি ইনিংস সেরা ৭০ রান করেন। নেদারল্যান্ডস ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন কলিন আকারম্যান। এ ছাড়া স্কট অ্যাডওয়ার্ডস করেছেন ২১ রান। ১৬৪ রানে তাদের ইনিংস শেষ হয়।

নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন জেন ফ্রাইলিঙ্ক। ডেভিড ওয়াইসি পেয়েছেন ১টি উইকেট।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নামিবিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের এ গ্রুপের খেলায় দুই দলের লড়াই চলছে আবুধাবিতে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২০ অক্টোবর

Back to top button