ফেনী

আ. লীগ নেতার মাদক সেবনের ছবি ও ভিডিও ফেসবুকে

ফেনী, ২০ অক্টোবর – ফেনীর দাগনভূঞায় মো. শাহজাহান নামে এক আওয়ামী লীগ নেতার মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শাহাজাহান দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করেন, ‌‘শাহাজাহান ঢাকায় ও এলাকাতে নিয়মিত মাদক সেবন করেন। তাকে মাদকের ব্যবসার গডফাদার বলেও চেনেন অনেকে। তবে আওয়ামী লীগ করেন বলে ভয়ে কেউ তাকে কিছু বলতে পারেন না। ক্ষমতার দাপটে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন তিনি।’

এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ছবি ও ভিডিওটি আমি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমি উপজেলা ও জেলা আ. লীগের নেতৃবৃন্দকে অবহিত করব।

তবে অভিযোগ অস্বীকার করে শাহজান বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র আমার ছবি ও ভিডিও এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে আমি দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জিডির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ জানান, কোনো মাদক সেবনকারী আ. লীগের পদ-পদবীতে থাকার অধিকার রাখেন না। শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা প্রমাণ হলে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : সমকাল
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button