ক্রিকেট

ওমানের বিরুদ্ধে ক্যাচ মিসের মহড়া, কারণ জানালেন সাকিব

মাস্কাট, ২০ অক্টোবর – ওমানের বিরুদ্ধে ক্যাচ মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। তবে ক্যাচ মিস না হলে জয়ের ব্যবধান আরও বড় হতো। এতে বাংলাদেশের রানরেটে প্রভাব পড়তো।

মঙ্গলবার রাতে ম্যাচ শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন সাকিব আল হাসান।

জবাবে সাকিব আল হাসান বলেন, রাতের বেলায় ক্যাচ ধরা একটু কঠিন হয়। লাইটগুলো লো হওয়ার কারণে বা বল যখন লাইটের উপরে চলে যায় বলগুলো দেখতে একটু কষ্ট হয়। আরেকটা জিনিস মনে হচ্ছে, বল এখানে কেন জানি তাড়াতাড়ি পড়ে। কঠিন তবে আমাদের আসলে অজুহাত দেওয়ার কিছু নাই। আমরা এখানে যথেষ্ট ট্রেনিং করেছি। সেটাতে আমাদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। অবশ্যই শতভাগ ক্যাচ ধরতে পারলে দলেরর জন্যই ভালো। তার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, আমরা যেটাই করেছি-দলের জন্য ১৫০ রানের বেশি করেছি। আমরা সবকিছু দলগত চিন্তা করি। এখানে আমাদের ইমপ্রুভমেন্ট (উন্নতি)-এর জায়গা আছে, আরও ২০/২৫ রান করার। সেটা হতে পারে আমাদের পাওয়ার প্লেতে ১৫ রান আর শেষদিকে যদি আমরা ১০রান বেশি করতে পারি তাহলে আমাদের আরও ২৫টি রান করা সম্ভব।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button