জাতীয়

শুক্রবার সম্প্রীতি সমাবেশ করবে জাতীয় পার্টি

ঢাকা, ২০ অক্টোবর – সারা দেশে মানুষে মানুষে সম্প্রীতির ঐক্য গড়ে তোলার লক্ষে ‘সম্প্রীতি সমাবেশ’ করবে জাতীয় পার্টি।

ঢাকা মহানগর জাপার উদ্যোগে শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বি‌শেষ অতিথি থাক‌বেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এম‌পি।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এতে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় নেতারা বক্তব্য রাখবেন।

সম্প্রীতি সমাবেশ সম্পর্কে জাতীয় পার্টি যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বাংলাদেশের আবহমানকাল ধরে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি চলমান রাখাসহ ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button