সুনামগঞ্জ

ছাতক থানার ওসি প্রত্যাহার

সুনামগঞ্জ, ২০ অক্টোবর – সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। বুধবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ছাতক থানার ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি। এ ঘটনার তদন্ত কমিটি করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button