উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম চার তারকা অ্যাডমিরাল হলেন ট্রান্সজেন্ডার

ওয়াশিংটন, ২০ অক্টোবর – যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত চার তারকা কর্মকর্তা হলেন একজন ট্রান্সজেন্ডার। ৬৩ বছর বয়সী ড.র‌্যাচেল লেভিন এখন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবায় নিয়োজিত সেনাদলের একজন অ্যাডমিরাল।

প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারা নিয়োগকৃত ড. র‌্যাচেল লেভিন এরইমধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পদমর্যাদার ট্রান্সজেন্ডারের সম্মান অর্জন করেছেন। মঙ্গলবার বক্তব্য দেওয়ার মুহূর্তকে তিনি এ সম্মানকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। ট্রান্সজেন্ডারের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, আজকের এই ঘটনার মাধ্যমে আমরা বৈচিত্রময় ভবিষ্যৎ তৈরি করতে পারছি।

ড. লেভিন হাভার্ড কলেজ এবং তুলানে ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে স্নাতক করেছেন। আগে তিনি শিশু বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত সেনাদলে প্রায় ছয় হাজার ইউনিফর্মধারী কর্মকর্তা রয়েছেন। করোনা মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো স্বাস্থ্য সংকট মোকাবিলার দায়িত্ব তাদের।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button