কুষ্টিয়া

কুষ্টিয়া মেডিকেলে একদিনে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া, ১৯ অক্টোবর – গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৭ জন। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ২৩০ জনের নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৬ জনে। নতুন দুইজনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৬ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ০ দশমিক ৮৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া দুইজন কুমারখালী উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত জেলায় এক লাখ ৯ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন ও হোম আইসোলেশনে আছেন ৮১ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ অক্টোবর ২০২১

Back to top button