সাজ-সজ্জা

আলমারি সহজে গোছানোর জন্য জেনে নিন ৫টি ট্রিক

বছরের এই সময়টায় আলমারির ভেতরে কাপড়গুলো হয়ে পড়ে স্যাঁতস্যাঁতে। একটা ছুটির দিন বের করে অপ্রয়োজনীয় কাপড় বের করে ফেলুন আর আপনার বাকি পোশাকগুলো সুন্দর করে সাজিয়ে ফেলুন আলমারিতে। এতে কাপড় ভালো থাকবে। আলমারি সাজানোর কাজটায় অনেকেই দিশেহারা হয়ে পড়তে পারেন। জেনে নিন ছোট্ট কিছু ট্রিক যাতে এই বিরক্তিকর কাজটাও হয়ে আসবে অনেক সহজ। এর পাশপাশি আলমারির ব্যবহারটাও হবে ভালোভাবে।

১) অব্যবহৃত পোশাক বাদ দিন
বিগত এক বছরের মাঝে এক বারও পরেন নি, এমন পোশাক রেখে লাভ কী? সম্ভবত এটা আপনি আর কখনোই পরবেন না। সুতরাং এটা বাদ দিয়ে দিন। যদি বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য এটা তুলে রাখতে চান তাহলে অবশ্য আলাদা কথা। কিন্তু এমন বিশেষ পোশাক খুব বেশি রেখে আলমারি ভরে ফেলবেন না। সবসময় পরেন এমন পোশাকগুলোই রাখুন।

২) আলমারির ছবি রাখুন ফোনে
খুব অদ্ভুত একটি উপদেশ মনে হচ্ছে? এটা মূলত শপাহোলিক অর্থাৎ খুব বেশি কেনাকাটা যারা করেন তাদের জন্য। তারা হুট করে কোনো কিছু কেনার আগে দেখে নিতে পারবেন এই রকমের পোশাক আলমারিতে আছে কিনা অথবা আলমারিতে আর পোশাক রাখার জায়গা আছে কিনা! এছাড়া যারা একটু ভুলোমনা, তারাও দেখে নিতে পারবেন তার আসলে কী কেনা জরুরী।

৩) শেলফে আনুন বৈচিত্র্য
ছোট-বড় করা যায় এমন শেলফ থাকতে পারে আপনার আলমারিতে। এতে সময়ের প্রয়োজনে শেলফটা যথাযথ কাজে লাগানো যাবে। শেলফের মাঝে ডিভাইডার থাকলেও সুবিধা হয়।

৪) শার্ট জাতীয় পোশাকের জন্য হ্যাঙ্গার ব্যবহার করুন
যেসব পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা যায়, যেমন শার্ট, জ্যাকেট, কোট- এসবের জন্য হ্যাঙ্গারটাই ব্যবহার করুন। ভাঁজ করে রাখলে যে জায়গা লাগতো সে জায়গাটা বেঁচে যাবে। স্কার্ফের জন্যও হ্যাঙ্গার কাজে লাগাতে পারেন।

৫) আলমারির উচ্চতাকে কাজে লাগান
আলমারিতে একের ওপর এক ভাঁজ করা কাপড় রাখুন একদম ওপর পর্যন্ত। এতে আশেপাশে অনেক জায়গা বেঁচে যাবে এবং আলমারি অনেকটা খালি এবং গোছানো দেখাবে।

এছাড়াও আরও যা যা করতে পারেন:
১। রং অনুযায়ী সাজিয়ে রাখুন পোশাক অর্থাৎ একই ধরণের রঙের পোশাক একসাথে রাখুন
২। একই ধরণের পোশাক একসাথে রাখুন
৩। সেট অনুযায়ী পোশাক এক জায়গায় রাখুন, এতে দরকারের সময়ে দ্রুত খুঁজে পাবেন
৪। ড্রয়ারে ট্যাগ অথবা স্টিকার লাগিয়ে রাখুন যে কোথায় কী আছে
৫। আলমারির দরজাতেও বাস্কেট বা হুক লাগিয়ে রাখুন ছোটখাটো জিনিস যেমন মোজা, টাই, অন্তর্বাস রাখার জন্য

এম ইউ

Back to top button