বলিউড

হৃতিকের জন্য অভিনয় ছাড়তেও রাজি ছিলেন কারিনা!

মুম্বাই, ১৮ অক্টোবর – হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান দুইজনেই বলিউডের জনপ্রিয় তারকা। এক সময়ে এই দুইজনের সম্পর্ক নিয়ে নিয়মিতই চর্চা হতো। কারিনা কাপুর তখনও ‘খান’ হয়ে ওঠেননি। তবে হৃতিক ছিলেন বিবাহিত। গুঞ্জন রয়েছে,হৃতিকের প্রেমে কারিনা এতটাই মগ্ন ছিলেন যে নিজের প্রায় সব কিছুই ভুলতে বসেছিলেন। এমনকী হৃতিকের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলেন অভিনেত্রী।

২০০১ সালে করন জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ছবিতে একসঙ্গে অভিনয় করেন হৃতিক-কারিনা। এরপরই তাদের কাছে আসার গল্প শুরু হয়। এর পরে একাধিক ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন তারা। ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও হৃতিক-কারিনার সম্পর্ক গাঢ় হতে থাকে। পেশাগত সম্পর্কের বাইরেও বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

তবে ঠিক সেই সময়ে দু’জনের মাঝখানে এসে দাঁড়ায় হৃতিকের পরিবার। হৃতিকের জীবন থেকে সরে যেতে অনুরোধ করা হয় কারিনাকে। পরবর্তী কালে কারিনা অবশ্য এই সব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, আমার খুব চিন্তা হতো এই ভেবে যে এই গুঞ্জন হৃতিকের দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। আমারও পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারত।

এসব ঘটনার পর কেটে গেছে এক দশক। কিন্তু আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি কারিনা-হৃতিককে।

এন এইচ, ১৮ অক্টোবর

Back to top button