ক্রিকেট

হেসেখেলেই নেদারল্যান্ডসকে হারালো আয়ারল্যান্ড

আবুধাবি, ১৮ অক্টোবর – অনেকটা হেসেখেলেই নেদারল্যান্ডসকে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ১০৬ রান। তাদের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন ম্যাক্স-ও দাউদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৪৪ রান করেন গ্যারেথ ডিলেনি। এ ছাড়া ওপেনার পল স্টারলিং করেছেন ৩৯ বলে ৩০ রান।

পরপর চার বলে নেদারল্যান্ডসের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচটিতে ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আইরিশ এ পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে করেছেন ডাবল হ্যাটট্রিক।

সোমবার আবু ধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে ফিরিয়ে দেন ক্যাম্ফার।

এদিন আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুর ধাক্কা বেশ সামাল দিয়ে উঠছিল তারা। ৯ ওভার শেষে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৫০। কিন্তু এর পরই ঝড়ের তাণ্ডব শুরু হয়। আর এ ঝড় হয়ে আসেন ক্যাম্ফার।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৮ অক্টোবর

Back to top button