জাতীয়

শেরীফা কাদেরের মনোনয়নপত্র বৈধ

ঢাকা, ১৮ অক্টোবর – জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৫-এর উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

সোমবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন (ইসি) মিলনায়তনে তিনি শেরীফা কাদেরের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মেজর (অব.) রানা মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৭ অক্টোবর। তবে অন্য কোনো প্রার্থী না থাকায় ২৪ অক্টোবর শেরীফা কাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৮ অক্টোবর

Back to top button