ক্রিকেট

৫১ রানে ৬ উইকেট হারাল নেদারল্যান্ডস

আবুধাবি, ১৮ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপাকে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ডাচরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে পরে যায় তারা। স্কোর বোর্ডে ১ রান জমা করেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুপার। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর দলীয় ২২ রানে ফেরেন বাস ডি লিড, ৫১ রানে ফেরেন কলিন অ্যাকারম্যান। ২ উইকেটে ৫১ রান করা নেদারল্যান্ডস। এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের সম্মুখ লড়াইয়ে এগিয়ে রয়েছে ডাচরা। ১২ ম্যাচের সাক্ষাতে নেদারল্যান্ডস জয় পেয়েছে সাত ম্যাচে আর আইরিশরা জিতেছে চারটিতে।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৮ অক্টোবর

Back to top button