টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
আবুধাবি, ১৮ অক্টোবর – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার বিকাল ৪টায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে দুই দল। যার মধ্যে এগিয়ে আছে ডাচরা। নেদারল্যান্ডসের জয় সাত ম্যাচে আর আইরিশরা জিতেছে চারটি। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ অক্টোবর