সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
ঢাকা, ১৮ অক্টোবর – শেখ রাসেল দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
কৃষিমন্ত্রী বলেন, শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে যারা অত্যন্ত নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তারা মানুষ না, তারা হলো পশুতুল্য। আজ শেখ রাসেল দিবসে আমাদের সবাইকে শপথ নিতে হবে ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ওয়াহিদা আক্তার।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক হামিদুর রহমান বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটায় অংশ নেন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ অক্টোবর