সিলেট

জাপানের প্রতিযোগিতায় সিলেটের রাহুলের স্বর্ণপদক জয়

সিলেট, ১৮ অক্টোবর – জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কিউসু ইউনিভার্সিটি আয়োজিত এসডিজিএস ইন্টারন্যাশনাল ডিজাইন ২০২১ প্রতিযোগিতার স্বর্নপদক জিতেছে সিলেটের বাসিন্দা তাওরেম রাহুল সিংহ। পৃথিবীর নানা প্রান্তের শিক্ষার্থীদের সাথে সে এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় মূল থিম ছিলো “একটি কার্বন সহনশীল শহরের দৃষ্টিভংগী।” প্রতিযোগিতার রাহুলের প্রকল্পের শিরোনাম ছিল ‘রেজুভেনাটিং দ্য এজ ‘। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় রাহুলের প্রকল্পটি স্বর্ণপদক জয় করে। এতে প্রাইজমানি হিসেবে তাকে দেয়া হয়েছে তিন লক্ষ জাপানি ইয়েন।

গত শনিবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ পুরষ্কার বিতরণ করেন কিউসু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাওরেম রাহুল দিংহ সিলেটের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক রাণা কুমার সিনহার মেজো ছেলে। বর্তমানে সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (,বুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র।

এন এ/ ১৮ অক্টোবর

Back to top button