এশিয়া

আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলন থেকে বাদ মিয়ানমারের জান্তাপ্রধান

জাকার্তা,১৭ অক্টোবর-  মিয়ানমারের সামরিক জান্তা সরকার বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংকে আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তারা খুবই হতাশ।

গত শুক্রবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২৬ থেকে ২৮ অক্টোবর আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের সাড়ে সাত মাস পর সামরিক সরকারের বিরুদ্ধে আসিয়ান এই প্রথমবারের মতো কোনো জোরাল পদক্ষেপ নিয়েছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীর্ষ সম্মেলন সামনে রেখে শুক্রবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চ্যুয়ালি বৈঠক করেন। বৈঠকের পর সভাপতির একটি বিবৃতি শনিবার ব্রুনেইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ।

সামরিক সরকারের প্রতিনিধিত্ব নিয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিধাবিভক্ত থাকায় ব্রুনেই এক বিবৃতিতে জানায়, মিয়ানমারের জান্তা প্রধানের পরিবর্তে জোটের শীর্ষ বৈঠকে একজন আমলা দেশের প্রতিনিধিত্ব করবেন।

ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত এপ্রিলে আসিয়ানের বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে দেশটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি রোডম্যাপে সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে অগ্রগতি অপর্যাপ্ত। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ প্রতিষ্ঠায় জান্তার অঙ্গীকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, কিছু আসিয়ান সদস্যদেশ সুপারিশ করেছে যে আসিয়ান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়গুলো ঠিক করতে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ দেবে।

এদিকে আসিয়ানের বৈঠক থেকে হ্লাইংকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা এ নিয়ে খুবই হতাশ এবং তীব্র আপত্তি জানাচ্ছে।

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button