ক্রিকেট

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড সাকিবের

মাস্কাট, ১৭ অক্টোবর-  টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দু’টি উইকেট শিকারের মধ্যদিয়ে এই অনন্য রেকর্ডের মালিক হলেন তিনি। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৬০০। ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১২ হাজার রান।

একনজরে চলতি ম্যাচে সাকিবের যত রেকর্ড 

• প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের কীর্তি
• ড্যানিয়েল ভেট্টোরির পর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ আন্তর্জাতিক উইকেট শিকার
• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (১০৮) উইকেটের মালিক​

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

Back to top button