ক্রিকেট

শুরুর ধাক্কা কাটিয়ে পিএনজির দারুণ লড়াই

মাস্কাট, ১৭ অক্টোবর – প্রথমবার বিশ্বকাপ মঞ্চে এসে টসে হেরে ব্যাটিং পায় পাপুয়া নিউ গিনি (পিএনজি)। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি দুই ওপেনারের। স্বাগতিক দেশ ওমানের বিপক্ষে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি। দুজনের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে পিএনজি। এই প্রতিবেদন লিখা পর্যন্ত পিএনজি ৭০/২ (১০ ওভার)।

আজ রোববার বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, আমিরাতের উইকেটটা বেশ শুকনো। বেশ কজন রিস্ট স্পিনার আছেন দলে, গরমে তাদের ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও সন্ধ্যার দিকে তাপমাত্রার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরাও ভালো সুবিধা পাবেন।

স্বাগতিক অধিনায়কের সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ মেলে প্রথম দুই ওভারে। ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি পিএনজির দুই ওপেনারের। প্রথম ওভারের চতুর্থ বলে ওপেনার টনি উরাকে সাজঘরে ফেরান বিল্লাল খান। চার বলে খেলে শূন্য রানে ফেরেন তিনি। পরের ওভারের তৃতীয় বলে আরেক ওপেনার লেগা সিয়াকাকেও শূন্য রানে ফেরান কলিমুল্লাহ।

তৃতীয় উইকেটের জুটি অধিনায়ক আসাদ ভালার সঙ্গে দারুণ সঙ্গ দেন চার্লস আমিনি। এই দুই যুগলের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম দশ ওভার দারুণভাবে পার করে পিএনজি। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে যাচ্ছেন আমিনি। তার সঙ্গে বলে ব্যাটে ভারসাম্য ধরে রেখেছেন অধিনায়ক ভালা।

ওমান একাদশ :

জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, যতিন্দর সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, স্বন্দ্বীপ গোউদ, নেস্টার ধাম্বা, কলিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট ও খুররাম খান।

পাপুয়া নিউ গিনি একাদশ:

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), টনি উরা, হিরি হিরি, গৌরি তোকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কবুয়া ভাগি মোরেয়া, সিমন আতাই, জেসন কিলা, চাঁদ সোপার ও জ্যাক গার্ডনার।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button