সিলেটে পূজা মন্ডপে হামলার চেষ্টার অভিযোগে ১২ জন গ্রেপ্তার
সিলেট, ১৭ অক্টোবর – সিলেট নগরীর আখালিয়া এলাকায় পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ পুলিশের উপর হামলা ও পূজা মন্ডপে হামলার চেষ্টার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোররাতে আখালিয়া এলাকার জালালিয়া, নতুনবাজার, বড়বাড়ি ও মোহাম্মদীয়া আবাসিক এলাকা থেকে সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন।
তিনি জানান, শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানার হাওলাদারপাড়াস্থ ভাটিবাংলা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ পুলিশের উপর হামলা ও মন্ডপে হামলার চেষ্টার অভিযোগে রোববার অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র : সমকাল
এন এইচ, ১৭ অক্টোবর