রাজধানীতে সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেফতার
ঢাকা, ২৭ অক্টোবর- রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম সোহেলকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর র্যাব-২ এর একটি বিশেষ দল মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাতমসজিদস্থ রোডের একটি বাসা থেকে অস্ত্রসহ সন্ত্রাসী তরিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৯ হাজার টাকার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জেলেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন মো. ইরফান সেলিম
গ্রেফতার তরিকুল ইসলাম সোহেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দুগাছিয়া ইউনিয়নের মৃত আঃ রশিদের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র্যাব বলে জানা গেছে।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৭ অক্টোবর