ক্রিকেট

শূন্য রানে পিএনজির ২ উইকেট নেই

মাস্কাট, ১৭ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার টনি উরা ও লিগা সিকা।

রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওমান।

ইনিংসের প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু উপহার দেন পেসার বিলাল খান। তার শিকার হন টনি উরা। ঠিক পরের ওভারে পিএনজির অন্য ওপেনার লিগা সিকাকে আউট করেন ওমানের আরেক পেসার খালিমুল্লাহ।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিংই নিতেন। তাই টসে হারা একটি বড় ফ্যাক্টর হতে পারে। আর উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button