ক্রিকেট
উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি স্বাগতিক ওমান
মাস্কাট, ১৭ অক্টোবর – মাস্কাটে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে পাপুয়া নিউগিনি। বাংলাদেশ সময় বিকেল ৪টা শুরু হচ্ছে ম্যাচটি। করোনার কারণে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও ম্যাচটি স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখতে পারছেন দর্শকরা।
ওমান দলের চূড়ান্ত স্কোয়াড: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দার সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌদ, নেস্টার ধাম্বা, কালেমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফয়েজ বাট, খুররম নওয়াজ খান।
পাপুয়া নিউগিনি দলের চূড়ান্ত স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সায়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিং ডোরিগা, টনি উরা, হিরি হিরি, গৌদি তোকা, সেস বাউ, ডমিয়েন রাভু, কাবুয়া ভগি-মোরিয়া, সাইমন আতাই, জেসন কিলা, চাদ সোপার, জ্যাক গার্ডনার।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ অক্টোবর