জাতীয়

কুমিল্লার ঘটনায় দায়ী ব্যক্তিরা খুব দ্রুতই গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৭ অক্টোবর – কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ী ব্যক্তিরা খুব দ্রুতই গ্রেপ্তার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে। এ বিষয়ে খুব শিগগির তথ্য জানাতে সক্ষম হবেন তিনি। আর যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি, খুব শিগগির তাদের (দায়ী) গ্রেপ্তার করতে পারব।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার হামলার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে দুঃখ প্রকাশ করেন।

সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button