ক্রিকেট

আমার দেখা সবচেয়ে বিরক্তিকর আইপিএল : মাঞ্জরেকার

দুবাই, ১৬ অক্টোবর – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শেষ হওয়ার পর এই টুর্নামেন্ট নিয়ে হতাশা প্রকাশ করলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় এই লিগে অধিকাংশ ক্রিকেটার অফ ফর্মে ছিলেন। যেটা মাঞ্জরেকারের কাছে খুব বিরক্তিকর লেগেছে। তাদের পারফরম্যান্স দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কোনো ম্যাচ দেখেই নাকি তিনি তৃপ্তি পাননি। তার মতে, আগের তুলনায় এবার খেলার মান নষ্ট হয়ে গেছে।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘আমি এবারের আইপিএল খুব কাছ থেকে দেখেছি। এই আইপিএল অন্য আসরগুলোর থেকে আলাদা। কারণ এখানে আমরা কিছু ভালো ক্রিকেটার দেখেছি। পাশাপাশি আমরা এমন অনেক ক্রিকেটারকে দেখেছি যারা তাদের ক্ষমতার চেয়ে অতি সাধারণ পারফর্ম করেছে। অতীতে এর চেয়ে তারা অনেক ভালো পারফর্ম করত। এই ধরনের ক্রিকেটারদের জন্য আমরা অনেক জঘন্য ফলাফল পেয়েছি।’

আইপিএলের শেষ দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মরগ্যানদের মতো বড় ব্যাটার ব্যর্থ হয়েছে। দলে মিডল অর্ডারের কোনো ভূমিকাই ছিল না। দুই ওপেনার ফ্লপ করলে আরও লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো নাইটদের। দিল্লি ম্যাচে কম রানের লক্ষ্যমাত্রা থাকায় জিততে পারলেও ফাইনালে সেটা আর সম্ভব হয়নি। যা নিয়ে মাঞ্জরেকার বলেন, ‘হতে পারে আপনার কাছে ভালো ক্রিকেটার আছে। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ফর্মে নেই। কিংবা তারা নিজেদের ভালো সময় পেরিয়ে এসেছে। টুর্নামেন্টের শেষটা খারাপ হওয়ার এটাই কারণ। আমার মতে এটা আমার দেখা সবচেয়ে বিরক্তিকর আইপিএল।’

সূত্র : আরটিভি
এম এস, ১৬ অক্টোবর

Back to top button