অশ্লীল নৃত্য ও আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় হত্যা
লক্ষ্মীপুর, ২৭ অক্টোবর- লক্ষ্মীপুরে বিয়ের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ও আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল সোহেলের। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী লিমা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বখাটেদের অশ্লীল ও আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল প্রতিবেশী যুবকের।
এলাকাবাসী জানায়, রোববার রাতে সদর উপজেলার চর রমনী মোহন এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আপত্তিকর আচরণ করে স্থানীয় বখাটেরা। এর প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক সোহেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
স্বজনদের অভিযোগ, এরই জেরে সোমবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহেলকে পিটিয়ে জখম করে অভিযুক্তরা। গুরুত্ব অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান সোহেল।
ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, হাসপাতালে নেয়ার পরপরই মারা যায়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছে নিহতের পরিবার।
আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৩, নিহত ৩
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, একজনকে আটক করা হয়েছে। এছাড়া ২৭ জনের নামে মামলা রুজু করা হয়েছে।
নিহত সোহেল পেশায় জেলে। মাত্র ৮ থেকে ৯ মাস আগে, একই এলাকায় বিয়ে করে ঘর বাঁধেন তিনি।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৭ অক্টোবর