জাতীয়

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৮৩ জন, মৃত্যু ১

ঢাকা, ১৬ অক্টোবর – গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২১ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ২৪৯ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ অক্টোবর ২০২১

Back to top button