ময়মনসিংহ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

ময়মনসিংহ, ১৬ অক্টোবর – ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ছয়জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি গ্রামের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চেলেরঘাট এলাকায় বিকল হওয়া একটি পাথরভর্তি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয় শেরপুরগামী যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর পুলিশ-ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত আরও ১১ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর আরও এক ব্যক্তি মারা যান।

সূত্র : সমকাল
এন এইচ, ১৬ অক্টোবর

Back to top button