রণবীরের চরিত্রে অভিনয় করলেন কপিল দেব
নয়াদিল্লী, ১৬ অক্টোবর – ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, কপিল দেব মাঠে তার শান্ত স্বভাবের জন্য পরিচিত। ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। তার জীবনীচিত্রে অভিনয় করছেন রণবীর সিং, তা অবশ্য পুরানো খবর। কিন্তু এবার রণবীরের চরিত্রে অভিনয় করলেন ভারত ক্রিকেটের কিংবদন্তি কপিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, যেখানে পারফর্ম করেছেন কপিল। বিজ্ঞাপনটি একটি ক্রেডিট কার্ড সংস্থা।
টুইটারে কপিল নিজেই এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হেড হলে আমি ফিট, টেল হলেও আমি ফিট।’
Heads, I’m fashionable. Tails, I’m still fashionable. pic.twitter.com/vyKIrmLLOD
— Kapil Dev (@therealkapildev) October 15, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে গোলাপি রঙের পোশাক পরে টেস্ট ম্যাচ খেলতে নামছেন কপিল। ঝকমকে পোশাক পরে বল করছেন তিনি। যুদ্ধের পোশাক পরে ব্যাট করছেন, সেই বল ক্যাচ নিচ্ছেন তিনিই বাঘছাল ছাপের জামা পরে, মাথায় ঝুটি বেঁধে। শাড়ি পরে বল করছেন কপিল। এমন অদ্ভুত কাণ্ড করলেন গোটা বিজ্ঞাপন জুড়ে। পুরো যেন রণবীরের কপি।
এই সংস্থার বিজ্ঞাপনে আগে দেখা গিয়েছে বেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ, রাহুল দ্রাবিড়, নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদদের।
সূত্র : সমকাল
এন এইচ, ১৬ অক্টোবর