ওস্তাদ রশিদ খানকে প্রাণনাশের হুমকি
কলকাতা, ১৬ অক্টোবর – ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, কয়েক দিন আগে মোবাইলে ফোন করে রশিদ খানের মেয়েকে হুমকি দেওয়া হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা আছে, বের হলেই শিল্পী রশিদ খানকে গুলি করা হবে। পাশাপাশি ৫০ লাখ রুপি চাঁদাও চাওয়া হয়।
এই ঘটনায় গত ৯ অক্টোবর কলকাতার নেতাজি নগর থানায় মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে তদন্তে নেমে দু’টি ফোন নম্বরের হদিশ পায় পুলিশ। সেই সূত্র ধরে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—অবিনাশ কুমার ভারতী এবং দীপক অওলাখ। এর মধ্যে অবিনাশ বিহারের বেগুসরাইয়ের সালাউনা গ্রামের বাসিন্দা। তিনি রশিদ খানের গাড়ি চালাতেন। অন্যদিকে, দীপক উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা। তিনি রশিদের অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। দু’জনকেই উত্তরপ্রদেশের লাখনৌ থেকে গ্রেপ্তার করা হয়।
এন এইচ, ১৬ অক্টোবর