এশিয়া

বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

বালি, ১৬ অক্টোবর – ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৬ অক্টোবর) ভোরের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে রাস্তায় নেমে আসে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর মাত্র দুদিন আগেই দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে।

স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা বেশি বলে জানায় কর্তৃপক্ষ। এরপরই আরও একটি আফটার শক অনুভূত হয়। পর্যটন কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটিতে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ অক্টোবর

Back to top button