ক্রিকেট
ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
মাস্কাট, ১৬ অক্টোবর – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ফাইনাল শেষ করে পরদিন ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান।
শুক্রবার রাতে আইপিএলের ফাইনালের চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়ের পর শনিবার সকালেই দুবাই থেকে ওমানে টিম বাংলাদেশের হোটেলে এসে পৌঁছেছেন সাকিব আল হাসান।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুপুরে এ তথ্য দিয়ে বলেন, সাকিব আজ সকালেই টিম হোটেলে এসে পৌঁছেছেন।
তিনি বলেন, ওমান সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের শেষ অনুশীলন।
টানা আইপিএল খেলা এবং আগের রাতে চেন্নাই সুপার কিংসের সাথে ফাইনালের পর আবার ভোরে আরব আমিরাত থেকে ওমান চলে আসা- সব মিলে একটা ক্লান্তি আছে। তা নিয়ে সাকিব অনুশীলন করবেন নাকি হোটেলে বিশ্রাম নেবেন, সে তথ্য জানাতে পারেননি রাবিদ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ অক্টোবর